আমি বৃদ্ধ, তিহারে পাঠাবেন না; সুপ্রিম কোর্টে আর্জি জানালেন চিদম্বরম

Spread the love

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বৃহস্পতিবার অবধি সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। গত ২১ অগস্ট গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেফতার করে। তিনি ১১ দিন বন্দি আছেন। সোমবার সুপ্রিম কোর্টে চিদম্বরমের মামলা ওঠে। তাঁর আইনজীবী কপিল সিব্বল বলেন, চিদম্বরমের বয়স ৭৪। তাঁকে তিহার জেলে পাঠানো উচিত নয়। যদি বন্দি রাখতেই হয়, তাঁকে গৃহবন্দি রাখা হোক।

উল্লেখ্য, চিদম্বরম এখন বন্দি আছেন দিল্লিতে সিবিআই-এর গেস্ট হাউসে। সুপ্রিম কোর্ট তাঁকে বলেছে, জামিনের জন্য উপযুক্ত আদালতে আবেদন জানাতে হবে। কপিল সিব্বল তখন বলেন, আপনারা এইভাবে কাউকে হেনস্থা করতে পারেন না। নিম্ন আদালত যদি চিদম্বরমের অনুরোধ না শুনে তাঁকে জেলে পাঠায় তাহলে কী হবে? শীর্ষ আদালত বলে, কেবলমাত্র রাজবন্দিদেরই গৃহবন্দি করে রাখা হয়।

বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি এ এস বোপান্না বলেন, জামিনের জন্য প্রাক্তন মন্ত্রী বিশেষ সিবিআই আদালতে আবেদন করছেন না কেন? সেই কোর্টই তো তাঁকে সিবিআই কাস্টডিতে রাখতে বলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*