সংসদ ভবনের এক নম্বর গেটে ছুরি হাতে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ ৷ সোমবার সকালে এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ৷ বিজয়চকের দিক দিয়ে ওই যুবক সংসদে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা। ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম সাগর ইনসা। সে দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা এবং ডেরা সেচা সওদার প্রধান এবং ধর্ষণ মামলায় ধৃত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী। এই ঘটনার পর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ধৃত যুবক রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেছিল বলে খবর ৷
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাইকে করে এসে ওই যুবক ভিআইপি গেটের কাছে দাঁড়ায় ৷ তার হাতে একটি ছুরি ছিল ৷ রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে সে ৷
Be the first to comment