পুলিশের লাঠিচার্জে মাথা ফাটেনি অর্জুন সিংয়েরঃ জ্ঞানবন্ত সিং

Spread the love

পুলিশের লাঠিচার্জে সাংসদ অর্জুন সিং-এর মাথা ফাটেনি ৷ সোমবার সাংবাদিক বৈঠক করে একথা পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ জানান, নিজের দলের সমর্থকদের ইটের আঘাতে অথবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অর্জুন সিং। তিনি দাবি করেছেন, গোটা বিষয়টাই পরিকল্পনা মাফিক হয়েছে ৷ একই সঙ্গে এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার প্রশংসা করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, মনোজ ভার্মা খুব শান্তভাবে কাজ করেছেন। পুলিশ উত্তেজিত হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেত বলে জানিয়েছেন ADG আইন-শৃঙ্খলা।

পাশাপাশি এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই ৷ এছাড়াও পুলিশ গিয়ে অনুরোধ করেছিল অর্জুনবাবুকে সরে যেতে ৷ কিন্তু তিনি অবরোধ তোলেননি ৷ উল্টে পুলিশকেই আক্রমণ করেছেন ৷

জ্ঞানবন্ত সিং আরও বলেন, লোকসভা ভোটের চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে ৷ রবিবার যেটা হয়েছে সেটা তো বিক্ষিপ্ত ঘটনা ৷ জোর করে রাস্তা অবরোধ করে, পুলিশকে ইনভাইট করে ঝামেলা করা হচ্ছে ৷ অন্যথা আগে যেভাবে অলিগলিতে বোমা পড়ত সেগুলি বন্ধ হয়েছে ৷ ওখানকার স্থানীয়রা যারা বাড়ি ছেড়ে চলে গেছিল তাদের ঘরে ফিরিয়ে আনা হয়েছে ৷ অনেকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল সেগুলি রিপেয়ার করানো হয়েছে ৷ বেদখল হওয়া বাড়ি, দোকান- আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

এদিন ADG আইন-শৃঙ্খলা দাবি করেন, কমিশনার অনুরোধ করা সত্ত্বেও, বিক্ষোভ না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। তিনি আরও বলেন, ভাটপাড়া এলাকায় ১৫০ জনেরও বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক বোমা উদ্ধার হয়েছে ৷ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিয়ো দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*