গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র অমিত যোগী

Spread the love

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পুত্র অমিত যোগীকে গ্রেফতার করলো পুলিশ ৷ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি পেশের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

জানা গিয়েছে, ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি অমিত যোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ছত্তিশগড়ের বিজেপি নেত্রী সমীরা পাইকরা ৷ ২০১৩ সালে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে মারওয়াহি আসন থেকে অমিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ ওই আসনটি সংরক্ষিত ছিল ৷ সমীরার অভিযোগ, ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে তপশিলি উপজাতিভুক্ত হিসেবে ভুয়ো নথি দাখিল করেছিলেন অমিত ৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার অজিত যোগীর পুত্রকে গ্রেফতার করে ৷

এরআগে NCP-এর কোষাধ্যক্ষ রাম অবতার জাগ্গির মৃত্যুর ঘটনায় ২০০৭ সালে গ্রেফতার করা হয়েছিল অজিত যোগী এবং অমিত যোগীকে। তদন্তের পর তাঁদের দু’জনকেই ক্লিনচিট দেয় সিবিআই। তবে বিজেপি অভিযোগ করে, যোগীকে বাঁচাতে সিবিআইকে ব্যবহার করে তৎকালীন UPA সরকার । প্রসঙ্গত, কংগ্রেস ছেড়ে ২০১৬ সালে জনতা কংগ্রেস ছত্তিশগড়(J) গড়েন অজিত যোগী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*