দিলীপ ঘোষদের কাছ থেকে প্রশান্ত কিশোরের খোঁজ নিলেন মোহন ভাগবত

Spread the love

বাংলায় বিজেপি-এর সাংগঠনিক অবস্থা কী ? ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত? দলের সদস্যতা অভিযানে রাজ্যের মানুষ কতটা সাড়া দিল? এভাবেই না কি সোমবার এক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোহন ভাগবত। পাশাপাশি নিয়েছেন প্রশান্ত কিশোরের খোঁজও।

উল্লেখ্য, সোমবার দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংঘ চালক মোহন ভাগবত ৷ তাঁদের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দেন বলে সূত্রের খবর ৷ কিন্তু, তাঁদের উত্তর না কি তাঁকে সন্তুষ্ট করতে পারেনি ৷ আরএসএস সূত্রে খবর, দিলীপ ঘোষকে একটি বিষয়ে কড়া বার্তাও দিয়েছেন মোহন ভাগবত । তিনি না কি জানিয়ে দিয়েছেন, শুধু মমতা বা তৃণমূল বিরোধিতা করলে চলবে না, রাজ্যে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে জেলায় জেলায় বড় কর্মসূচিও নিতে হবে। তাঁর বক্তব্য, ভোট ব্যাঙ্কের জন্য হিন্দুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। তাই এখন থেকে প্রতি মাসে আরএসএস-এর সঙ্গে সমন্বয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন। হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে আরএসএস-বিজেপিকে যৌথ মঞ্চ গড়ে কাজ করার নির্দেশও দেন সংঘ চালক।

দিলীপবাবুদের থেকে তিনি পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরেরও খোঁজ নিয়েছেন বলে সূত্রের খবর ৷ তাঁর প্রশ্নের উত্তরে দিলীপবাবু না কি বলেছেন, পশ্চিমবঙ্গে দিদিকে বাঁচাতে পারবে না প্রশান্ত কিশোর ৷ যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি দক্ষিণবঙ্গে RSS-এর সম্পাদক জিষ্ণু বসু ৷ তিনি বলেন, বাংলায় মোহন ভাগবতজির কেবল এটা রুটিং ভিজিট ছিল। মূলত আরএসএস-এর সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*