মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হোক; নিজের মন্তব্যে অনড় মুকুল রায়

Spread the love

তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ হওয়া সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিজের বক্তব্যে অনড় মুকুল রায়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে আক্রমণের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্যের প্রেক্ষিতে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মুকুল রায়ের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি করেছেন।

অর্জুন সিংয়ের মাথা ফাটার পর মুকুল রায় এই ঘটনার জন্য দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুকুলবাবু বলেছিলেন, মমতা আসলে অর্জুনকে খুন করতে চাইছে। আর এরপরই মুকুলের নামে এফআইআর করেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, পুলিশে অভিযোগের পরও মুকুল রায় তাঁর বক্তব্য থেকে যে এক চুলও সরছেন না তা স্পষ্ট করে দিয়েছেন। মুকুল রায় বলে, রাজনীতিতে এসব হতেই পারে।

উল্লেখ্য, চন্দ্রিমা ভট্টাচার্যের এই অভিযোগের পর মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর মোট সংখ্যা এখন ৩০। এর আগে বিজেপি নেতা বাবান ঘোষের বিরুদ্ধে এফআইআর-এ নাম ছিল মুকুলের। বাবান মামলায় আপাতত হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন মুকুল রায়। এ প্রসঙ্গে মুকুল রায় বলেছেন, এমন আরও অভিযোগ হবে। এতো স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*