অ্যামেরিকায় তৈরি ৮টি অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার হাতে পেলো ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার পাঠানকোটে এক অনুষ্ঠানের মাধ্যমে হেলিকপ্টারগুলি ভারতকে হস্তান্তর করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত হেলিকপ্টার হিসাবে বিবেচিত হওয়া এই হেলকপ্টারগুলি বায়ুসেনায় যুক্ত হওয়ায় যুদ্ধক্ষেত্রে ভারতের শক্তি আরও বৃদ্ধি পেলো বলে মনে করা হচ্ছে। হেলিকপ্টারটি অ্যামেরিকায় তৈরি হলেও এর বেশ কয়েকটি যন্ত্রাংশ তৈরি করা হয়েছে ভারতেই।
এদিনের হেলিকপ্টার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। অ্যাপাচে হেলিকপ্টার প্রসঙ্গে তিনি বলেন, এটি বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণকারী হেলিকপ্টার। এটি যেকোনও মিশন সম্পন্ন করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনায় অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ায় ভারতের শক্তি আরও বৃদ্ধি পেলো।
প্রসঙ্গত, ২০১৫ সালে ভারত এই ধরনের ২২টি হেলিকপ্টার সরবরাহের জন্য বোয়িংয়ের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। ২০১৮ সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে হেলিকপ্টারটি। গতবছর অ্যামেরিকায় গিয়ে অ্যাপাচে উড়ানোর প্রশিক্ষণ নেন বায়ুসেনার পাইলটের প্রথম ব্যাচ।
Be the first to comment