নরেন্দ্র মোদী সরকারকে আবারও কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। মঙ্গলবার আইএনএক্স মিডিয়া মামলা চলাকালীন দিল্লি আদালতের বাইরে বেরোনো মাত্রই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। সকলেই দীর্ঘ সিবিআই হেফাজত নিয়ে প্রশ্ন করেন তাঁকে। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাতের পাঁচ আঙুল দেখিয়ে চিদম্বরম বলেন, ৫ পারসেন্ট… জিডিপি ৫ পারসেন্ট।
উল্লেখ্য, দিল্লি আদালত মঙ্গলবার চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গত ২২ অগাস্ট আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই চিদাম্বরমকে গ্রেফতার করে। এদিন চিদম্বরমকে বিশেষ আদালতে অজয় কুমার কুহারের এজলাসে পেশ করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং চিদম্বরমের আইনজীবী বিচারককে জানান যে শীর্ষ আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে দেশের জিডিপি এই আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশে নেমে এসেছে। গত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৫.৮ শতাংশ।
Be the first to comment