বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করলেন বউবাজারের বাসিন্দারা

Spread the love

বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের প্রয়োজনীয় নথি বের করে আনার অনুমতি দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় নথিপত্র বের করে আনার জন্য প্রতিটি পরিবারকে ১০ মিনিট করে সময় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ মেট্রোর তালিকা অনুযায়ী পরিবারগুলোকে এই অনুমোদন দেওয়া হয়েছে ৷ মোট ৬৫টি বাড়ির তালিকা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে ৷

বুধবার দুপুর ১২টা থেকে এই মালপত্র ও নথি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় ৷ প্রতি পরিবারের পক্ষ থেকে একজন সদস্য বাড়ির ভিতরে প্রবেশ করে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে আনেন ৷ পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ৷

আজ প্রথম পর্যায়ে দুর্গাপুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করবেন সেখানে বসবাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৷ এরপরের পর্যায়ে শাঁখারি পাড়া লেনের বাড়িগুলো থেকে নথি উদ্ধারের অনুমতি দেওয়া হবে ৷ এজন্য গোয়েঙ্কা কলেজের ভিতরে কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কন্ট্রোলরুমে নিজেদের নাম লিখিয়ে টোকেন সংগ্রহ করতে হচ্ছে ৷ পুলিশি নিরাপত্তায় বাসিন্দারা একের পর এক বাড়িতে প্রবেশ করে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র ও জিনিসপত্র বার করে আনছেন।

মেট্রো কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বহুবার আবেদন জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে তাদের প্রয়োজনীয় ওষুধ, নথিপত্র ও টাকা নেওয়ার অনুমতি দেওয়া হোক ৷ মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা প্রয়োজনীয় জিনিস উদ্ধার করার আবেদন জানিয়েছিলেন ৷ অবশেষে আজ তাঁদের বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধ, নথি ও টাকা নেওয়ার অনুমতি দেয় মেট্রো কর্তৃপক্ষ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*