হোক না তারা মুক-বধির। নয় বা বলতে পারল নয় বা শুনতে পারল। তাই বলে কি তারা সমাজে পিছিয়ে? না তারাও পারে। অনেক কিছুই পারে। হয়তো আমার-আপনার থেকেও অনেক কিছুই। আর তাদের নিয়ে শুরু হতে চলেছে, পঞ্চম ইন্ডিয়া ডেফ এক্সপো, ২০১৭ (5th INDIA DEAF Expo,2017)। অনুষ্ঠান শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। শেষ হবে ১৪ ডিসেম্বর। অনুষ্ঠান হবে সল্টলেকের EZCC তে।
এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফের ইন্টারপ্রেটার অলকা জোশী বলেন, সমাজে অনেকে রয়েছেন যারা মুক-বধির। তাদের অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্ন অনেকে সত্যি করেন, অনেকে আবার মুক-বধির হওয়ায় তারা অবহেলিত হন সমাজে। আর তাদের নিয়ে আমাদের সংগ্রাম। এই সংগ্রামের প্রধান উদ্দেশ্য হল তারা যে অনেক কিছু পারেন তা তুলে ধরা এই ডেফ এক্সপোর মাধ্যমে। প্রসঙ্গত, এই ডেফ এক্সপোতে যারা অংশ নেবেন তারা সকলেই মুক-বধির। এখানে মোট ৪৫টি শর্ট ফিল্ম দেখানো হবে। এখানে যারা অভিনয় করেছেন তারা সকলেই মুক-বধির। শুধু সিনেমা নয় মুক-বধিরদের নিয়ে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো থেকে বিভিন্ন ধরনের শো।
Be the first to comment