বউবাজারে ক্ষতিগ্রস্তদের বাড়ি ও মেট্রোর টানেল পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা

Spread the love

ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল ও বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দেখতে শহরে এলেন তিন বিশেষজ্ঞের একটি প্রতিনিধি দল ৷ বুধবার সকালে তাঁরা শহরে আসেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে পিচ্ছুমণি এবং এন ডি কট হলেন মাটি বিশেষজ্ঞ ৷ জন ব্রিজ ক্রিস্টোফার হলেন টানেল বিশেষজ্ঞ ৷

এদিন বিশেষজ্ঞরা প্রথমে বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর জেরে ক্ষতি হতে পারে এমন বাড়িগুলিকে চিহ্নিত করেন ৷ এরপর তাঁরা মেট্রো টানেল পরিদর্শনে যান ৷ বউবাজার এবং সংলগ্ন এলাকার বাড়িগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কী ব্যবস্থা নিতে হবে তা খতিয়ে দেখছেন মাটি বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে টানেলের ভিতরে আর কী ধরনের ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যাবে সেই বিষয়গুলি দেখবেন বিশেষজ্ঞরা ৷

এদিকে টানেলে পাঁচিল তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। দুটি পাঁচিল তোলা হয়েছে। একটি বউবাজারের কাছাকাছি, অপরটি এসপ্ল্যানেডের দিকে। দুটি পাঁচিলের সাহায্যে টানেলে অ্যাকোয়ারিয়ামের মত পরিকাঠামো তৈরি করা হয়েছে। টানেলে কাদাজল জমে রয়েছে ৷ এই কাদাজল বের করার জন্য উল্টো দিক থেকে জল ঢোকানো হচ্ছে ৷ সেই জলের চাপে কাদাজল বের করা হচ্ছে । জলের চাপে যাতে টানেলের পাঁচিল না ভাঙে তার জন্য পাঁচিলের ধারে বালির বস্তা রাখা হয়েছে।

ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জন্য ইতিমধ্যেই বউবাজারে একাধিক বাড়ি ভেঙে পড়েছে ৷ অনেক বাড়িতে ফাটল ধরেছে ৷ এখনও পর্যন্ত এলাকার ৫২টি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলের কাছে প্রস্তাব দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৫ লাখ টাকা যেন দেওয়া হয় ৷

এছাড়া যাঁদের বাড়ি ও দোকান ভেঙে পড়েছে, তাঁদের বাড়ির বদলে বাড়ি ও দোকানের বদলে দোকান করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ আপাতত মেট্রো রেল টানেলের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ হাইকোর্টকে না জানিয়ে পুনরায় তারা কাজ শুরু করবে না ৷ বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে এনিয়ে হাইকোর্টকে রিপোর্ট দেবে মেট্রো রেল ৷ কোর্টের নির্দেশ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*