৭ সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-২। আর বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের সাক্ষী থাকবে বর্ধমানের মেয়ে ইউসরা আলম। বেঙ্গালুরুতে ISRO-এর সদর দফতরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণ দেখবে ক্লাস নাইনের এই ছাত্রী। স্বাভাবিকভাবেই খুশি ইউসরার পরিবার, প্রতিবেশী ও তার স্কুল। গোটা দেশ থেকে মোট ৭৪ জন এই সুযোগ পেয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ২ জন। সেই দু’জনের মধ্যে একজন হতে পেরে খুশি ইউসরা।
বর্ধমানের বাসিন্দা ইউসরা আলম জানায়, তার স্কুল থেকে সে জানতে পারে গোটা দেশ থেকে অনলাইনে চন্দ্রযান-২ সংক্রান্ত একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার নিয়মানুযায়ী ১০ মিনিটের ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। স্কুল থেকে খবরটি পাওয়ার পরে খানিকটা খেলার ছলেই সেই প্রতিযোগিতায় নাম দেয় ইউসরা। বাড়িতে কাউকে কিছু না জানিয়েই প্রতিযোগিতায় অংশ নেয় সে।
এরপর ৩০ অগাস্ট ISRO-এর তরফে একটি মেল আসে ইউসরার কাছে। সেই মেলে জানানো হয়, বেঙ্গালুরুতে ISRO-এর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে চন্দ্রযান-২ এর চাঁদে অবতরণের সাক্ষী থাকার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর চন্দ্রযান-২ চাঁদের মাটিতে অবতরণ করবে। সেই ঘটনার সাক্ষী থাকার জন্য ISRO-এর সদর দপ্তরে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠানেই ইউসরা আলমকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
মেলে আরও জানানো হয়, বেঙ্গালুরুতে যাওয়া-আসা, থাকা-খাওয়ার সমস্ত খরচ বহন করবে ISRO কর্তৃপক্ষ।
Be the first to comment