গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছিল আগেই। পরে KMDA-এর পরামর্শ মেনে চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে নিষিদ্ধ করা হয় ভারী যান চলাচল। আর এবার তিন দিনের জন্য বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। শুক্রবার রাত ৯ টা থেকে সোমবার রাত আটটা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই উড়ালপুল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ এবং KMDA।
খুব একটা পুরানো না হলেও চিংড়িঘাটা উড়ালপুলে দেখা দেয় ফাটল। সেই সময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা। KMDA-এর বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেন, উড়ালপুলের অবস্থা ভালো নয়। আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি। তাতে বলা হয় ৩০ কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। আসলে বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয়। তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা। আর সেই সূত্রেই বেঁধে দেওয়া হয় গাড়ির গতিবেগ। পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হয় এই সেতুতে।
শিয়ালদহ উড়ালপুল, অরবিন্দ সেতু, জীবনানন্দ সেতু সহ একাধিক উড়ালপুলের ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করেছে KMDA ৷ এবার স্বাস্থ্য পরীক্ষা হবে চিংড়িঘাটা উড়ালপুলের। তাই শুক্রবার রাত ৯ টা থেকে সোমবার রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। তখন নিয়ন্ত্রণ করা হবে বাইপাসের যান চলাচল। সল্টলেকের সরকারি দপ্তর, সেক্টর ফাইভ কিংবা নিউ টাউন IT পার্কের কর্মীরা এই উড়ালপুল ব্যবহার করেন নিত্যদিন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িগুলি বেলেঘাটা ক্রসিং থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে । সেখান থেকে করুণাময়ী হয়ে সেক্টর ফাইভ বা নিউটাউনের দিকে যাবে গাড়িগুলি।
Be the first to comment