কাবুলে অ্যামেরিকা দূতাবাসের সামনে বিস্ফোরণ; নিহত কমপক্ষে ১০, আহত বহু

Spread the love

কাবুলে অ্যামেরিকা দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালো কমপক্ষে ১০ জন। জখম ৪০-এরও বেশি। বিস্ফোরণে এলাকায় থাকা অন্তত ১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে বিস্ফোরণটি হয় বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নুসরত রহিমি। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে।

এর আগে সোমবার রাতে কাবুলের গ্রিন ভিলেজের কাছে একটি আবাসন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটায় তালিবানরা ৷ হামলায় ১৬ জনের মৃত্যু হয়। জখম হয় কমপক্ষে ১১৯ জন। সোমবার সেই হামলার কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানে অ্যামেরিকার রাষ্ট্রদূত আফগান সরকারের সঙ্গে চুক্তির উল্লেখ করে ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ মাসের মধ্যে ধাপে ধাপে ৫০০০ অ্যামেরিকান সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে সেই দেশে প্রায় ১৪ হাজার অ্যামেরিকান সেনা বিভিন্ন বেস ক্যাম্পে মোতায়েন রয়েছেন।

তবে তালিবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাস্তবায়িত করতে ধীরে ধীরে সব সেনাকে দেশে ফেরানোর পথে হাঁটছে অ্যামেরিকার ট্রাম্প প্রসাশন। কূটনীতিকরা বলছেন, এই প্রক্রিয়ার মাঝেই আফগানিস্তানে ফের সক্রিয় হয়ে উঠেছে তালিবানরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*