এয়ারসেল-ম্যাক্সিস মামলায় স্বস্তি পেলেন চিদম্বরম

Spread the love

INX মামলায় ধাক্কা খেলেও প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম স্বস্তি পেলেন এয়ারসেল-ম্যাক্সিস মামলায়। সুপ্রিম কোর্টে এই মামলা সংক্রান্ত চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। চিদম্বরমের পাশাপাশি তাঁর ছেলে কার্তিকেও এই মামলায় আগাম জামিন দেয় আদালত। এর আগে বৃহস্পতিবার সকালে পৃথক একটি আবেদনে INX মিডিয়া মামলায় ইডি-এর গ্রেফতারি থেকে আগাম জামিন চাইলেও সেই আবেদন নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত।

INX মিডিয়া মামলায় গত ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম। চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আর্থিক অনিয়মের অভিযোগ করে ইডি ও সিবিআই। এয়ারসেল-ম্যাক্সিসে ২০০৬ সালে ৮০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি সিবিআই-এর।

এদিকে আজ সকালে INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলে, অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের বিষয়টি ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত। ঘটনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে এই মামলাটির ক্ষেত্রে আবেদনকারীকে আগাম জামিন দেওয়া উচিত নয়। INX মিডিয়া সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনে। যার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। শীর্ষ আদালত বলে যে, তদন্তকারী সংস্থাকে তদন্ত পরিচালনার জন্য পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে। তদন্ত শুরুর এই পর্যায়ে যদি আগাম জামিন দেওয়া হয় তবে তদন্ত প্রভাবিত হতে পারে বা বাধা পেতে পারে। তবে সেই মামলায় আগাম জামিন না পেলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় শার্ষ আদালত স্বস্তি দিল চিদম্বরমকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*