INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠালো সিবিআই-এর বিশেষ আদালত। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিদম্বরমের তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনুসিংভি আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স ৭৪। তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত, তাই তাঁকে গৃহবন্দী রাখা হোক। কপিল সিব্বলের এই আবেদনের বিরোধিতা করে সিবিআই-এর তরফের আইনজীবী কে এম নটরাজ বলেন, একজন অভিযুক্ত কখনওই স্থির করতে পারেন না যে, তাঁর পুলিশ হেফাজত হবে না বিচারবিভাগীয় হেফাজত।
চিদম্বরমের তরফের আইনজীবীর সওয়াল শুনে ২ সেপ্টেম্বর প্রাক্তন অর্থমন্ত্রীকে সিবিআই হেফাজতেই পাঠানোর নির্দেশ দিয়েছিলো আদালত। বৃহস্পতিবার শেষ হয় সেই হেফাজতের মেয়াদ। এরপর আজ পি চিদম্বরমকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আজ অগ্রিম জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত। ২১ আগস্ট গ্রেফতার হওয়া চিদম্বরম ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে ছিলেন।
Be the first to comment