মহুয়া মৈত্রের অনুরোধেই দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করেছেন তিনি ৷ বোলপুরে গিয়ে বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজনীতিতে কে, কাকে ফোন করেছে তা বলা কাম্য নয় ৷ দাবি করলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও তাঁর বিরুদ্ধে বলেছিলেন ৷
কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতিতে চরমে উঠেছে দেবশ্রী নাটক ৷ বিজেপিতে যাওয়ার জন্য হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠেন দেবশ্রী ৷ কিন্তু, শোভন চট্টোপাধ্যায়ের আপত্তিতে সেই প্রচেষ্টা ভেস্তে যায় ৷ সম্প্রতি জল্পনা ছড়ায়, দেবশ্রীকে বিজেপিতে নেওয়ার জন্য না কি দিলীপবাবুর কাছে দরবার করেছেন তৃণমূলের এক মহিলা সাংসদ ৷ সেই কানাঘুষোর মধ্যেই আজ দিলীপবাবু দাবি করেন, তাঁকে ফোন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ ৷ প্রাথমিকভাবে রসিকতা করলেও পরে দেবশ্রীর প্রসঙ্গ তোলেন মহুয়া ৷ দিলীপবাবু দাবি করেন, মহুয়া বলেন, দেবশ্রী তো আপনাদের পার্টিতে ঢুকতে পারেননি ৷ তৃণমূলেও নেই ৷ টেনশনে আছেন ৷ ও কি আপনার সঙ্গে কথা বলেছে ? আমি বললাম, না ৷ আপনার সঙ্গে কথা বলতে চায় ৷ খুব চিন্তায় ৷ আপনি কথা বলুন ৷ এরপরই দেবশ্রীর সঙ্গে দেখা করেন দিলীপবাবু ৷ তবে, রাজনীতি নয়, দেবশ্রীর ব্যক্তিগত সমস্যা নিয়ে তাঁদের মধ্যে কথা বলেছে বলে দাবি করেন দিলীপবাবু ৷
এরপর তৃণমূলের মহাসচিব বলেন, এটা তাঁদের দুজনের মধ্যে কথা ৷ মহুয়া মৈত্র আমাদের দলের সাংসদ ৷ সংসদীয় দল এই বিষয়ে খোঁজ নেবে ৷ আমার কাছে কোনও খবর নেই ৷ সংসদীয় রাজনীতিতে এসব স্বাস্থ্যকর নয় ।
Be the first to comment