প্রতারণা মামলায় শাহরুখ খানকে হলফনামা পেশের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

Spread the love

এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে এক ছাত্রের বাবা মামলা করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর হাইকোর্ট শাহরুখ খান, সংস্থার কর্ণধার অরিন্দম চৌধুরী সহ আরও কয়েকজনকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না? হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এমনই নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, মামলা করেছেন প্রেমানন্দ মুখার্জি এক প্রাক্তন সেনাকর্মী। তিনি ছেলেকে ২০১২ সালে কলকাতার সল্টলেকে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ভর্তি করিয়েছিলেন। ভর্তির ফি হিসাবে ১৭ লক্ষ ২ হাজার টাকা দিয়েছিলেন। ২০১৫ সালের জুন মাসে গোটা দেশে ওই প্রতিষ্ঠানের ২১টি ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। ৫৩৩২ কোটি টাকার জালিয়াতির মামলা দায়ের হয় সংস্থার বিরুদ্ধে। এ ব্যাপারে মামলাকারীর আইনজীবী মধুসূদন সরকার ও দীপাঞ্জন দত্ত বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষ জুড়ে শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকার প্রতারণা করেছে। ম্যানেজমেন্টে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির UGC ও AITEC-র কোনও স্বীকৃতি ছিল না।

সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন শাহরুখ খান। পরে আদালতের নির্দেশে সেই বিজ্ঞাপনগুলি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সংস্থার বর্তমান পরিস্থিতি নিয়েও বিজ্ঞাপন দিয়ে জানাতে বলা হয়। ২০১৮ সালে আমাদের মক্কেল হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক মামলাটির সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দেন।

পাশাপাশি মামলাটির শুনানিতে শাহরুখ খানের তরফে আইনজীবী দেবনাথ ঘোষ বলেন, আমার মক্কেল এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন না। তবে তিনি কিছু বিজ্ঞাপনে ছিলেন ও সংস্থার কয়েকটি অনুষ্ঠানে গিয়েছিলেন মাত্র। দুইপক্ষের বক্তব্য শুনে বিচারপতি দেবাংশু বসাক হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পুজোর ছুটি শেষ হওয়ার পর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ওই হলফনামা জমা দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*