মহাকাশ ক্যুইজ়’-এর আয়োজন করেছিল ইসরোর পক্ষ থেকে। তার ফলাফলের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে সারা দেশের ৬০ জন পড়ুয়াকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে ইসরোর চন্দ্রযান ২-এর চাঁদে অবতরণ দেখার সুযোগ পাবে বলে জানা গেছে।
৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখার কথা রয়েছে চন্দ্রযান ২-এর। মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, এর পরে চূড়ান্ত বা পঞ্চম কক্ষপথে পৌঁছতে সময় লাগবে আর মাত্র দু’দিন। হিসেব মতো, আজই সেই দিন। এর পরে ল্যান্ডার বিক্রম মারফত পাঠানো চাঁদের ভিডিও প্রথমে আসবে ইসরোর কন্ট্রোল রুমে। ইসরো বলছে, সব ঠিকঠাক থাকলে এখনও পর্যন্ত সব চেয়ে রোমাঞ্চকর ও রোমহর্ষক হতে চলেছে ৬ সেপ্টেম্বর রাতে চাঁদে নামার এই ‘লাইভ’।
Be the first to comment