খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকাতে জমে থাকে জল। যা থেকে জন্ম নিতে পারে মশার লার্ভা, ছড়াতে পারে ডেঙ্গি। অভিযোগ পেয়েই এলাকা পরিদর্শনে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, বুধবার এক প্রবীণ ব্যক্তি টক টু মেয়রে এই অভিযোগ জানান। এরপর বৃহস্পতিবার সকালেই ২০, ২/৪ হরিশ মুখার্জি রোড ধরে পাশের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করেন মেয়র। সেইসময় তাঁর চোখে পড়ে খালি জমি। সেখানে স্থানীয়রা আবর্জনা ফেলে ৷ সেই আবর্জনা স্তূপে জল জমে থাকায় মশার লার্ভা জন্মানোর সম্ভাবনা রয়েছে ৷ তাই পৌরনিগম আধিকারিকদের সেই জমি পরিষ্কার করে জমা জল সরিয়ে ফেলার নির্দেশ দেন মেয়র ৷ সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন রাখতে কড়া নির্দেশ দেন তিনি ৷
গত বছরও এই এলাকার বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত হন। তারপরও পৌরনিগম আধিকারিকরা কী করে উদাসীন? প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও মেয়র বলেন, অভিযোগ পেয়েই আমরা ব্যবস্থা নিয়েছি। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে অনুরোধ করছি।
Be the first to comment