ফের বদল করা হচ্ছে রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসারকে ৷ সূত্রের খবর, চোজম শেরপাকের বদলে এই মামলার দায়িত্বভার তুলে দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরেন্দর মল্লিকের হাতে ৷ তাঁর সঙ্গে আসছেন দু’জন DSP পদমর্যাদার অফিসার। এরপর থেকে এই দলই মূলত রোজভ্যালি মামলার তদন্ত চালাবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ব্রতীন ঘোষাল। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতারের পর পরই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে। তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা। সূত্রের খবর, সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে। গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নেন চোজম ৷
অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি ৷ তাই এবার তাঁকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হবে সুরেন্দর মল্লিককে ৷ প্রভাবশালীরা বাইরে ঘুরে বেরাচ্ছেন এই অভিযোগ তুলে সম্প্রতি সিবিআই-এর কাছে চিঠি দেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ৷
Be the first to comment