কেন্দ্র রাজ্য থেকে টাকা নিয়ে যাচ্ছে। আবার এমন ভাব দেখাচ্ছে যেন জমিদারির টাকা। এ যেন মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। আমাদের এক পয়সাও দিতে হবেনা। আমি কারও কাছে ভিক্ষা চাইছি না। আমাদের টাকা আমাদের দিচ্ছে, আর বলছে কেন্দ্র দিচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন কোনও কাজ করেনা কেন্দ্র। খালি বড় বড় কথা বলে। অন্যদিকে, সাধারন মানুষকে সচেতন করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাবধান। কেউ কেউ বন্ধু সেজে হাজার হাজার টাকা দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। অজানা, অচেনা লোক দেখলেই পুলিশকে খবর দিন। তিনি আরও বলেন, বাংলার মাটি পবিত্র মাটি। কিছুদিন আগেই নবি দিবস পালন হয়েছে। যাঁরা দেশের, জাতির, বিশ্বের পিতা হন তাঁরা কখনও দেশ ভাঙেনা, দেশ তৈরী করে। যাঁরা দেশ ভাঙে তারা দেশের নয়, চেয়ারের নেতা। কিন্তু সেই চেয়ারও চিরদিন থাকবে না। হিন্দু, মুসলিমরা কখনও ভাগাভাগি চায় না। যারা দুষ্টু লোক তারা ভাগাভাগি চায়। সাহস রাখুন, ভরসা রাখুন।
পাশাপাশি, কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আগে নিজের ঘর সামলাও, পরে অন্যকে বলো। দিল্লি কা লাড্ডু যো খায়া ও পস্তায়া, যো না খায়া ও ভি পস্তায়া। রাজনীতিগত সমস্যা থেকে শুরু করে দূষণ সবই দিল্লিতে দেখা যাচ্ছে। খেলতে, চলতে মাস্ক লাগাতে হচ্ছে। এর বেলা বড় বড় নেতারা কিছু করতে পারছে না। খালি অন্যদের দোষ খুঁজে বেড়াচ্ছে।
এদিন কারো নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের হয়ে প্রচার করছি। অথচ উনি মুসলিমদের পিছনে পড়ে রয়েছেন। বেলুড় মঠে মন্দিরের পাশেই মসজিদ আছে। যা দেখলে বোঝা যায় সংহতি শব্দের আসল মানে কী? আমরা হিন্দু, মুসলিম নিয়ে ভাগাভাগি করিনা। সকলকে নিয়ে চলার নাম মানবিকতা। এটাই রক্ষাকবচ। এসব যারা মেনে চলেন তাদের উপর ঘৃণা হয়। এসসি, এসটি, ওবিসিরা সবাই মানুষ হোক এটাই দেখতে চাই।
ছবি- শুভেন্দু দাস
Be the first to comment