প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস নার্সিং হোমে চিকিৎসাধীন৷ তাঁর রক্তচাপ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা৷ এই অবস্থায় চিন্তিত হয়ে পড়ে রাজ্য সরকার ও সিপিএম৷ বুদ্ধবাবুকে দেখতে নার্সিং হোমে যান বাম নেতারা৷ আসেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রাক্তন সাংসদ শীর্ষ সিপিএম নেতা মহম্মদ সেলিম ও ড. ফুয়াদ হালিম৷
পরে উদ্বেগের অবসান হয় মহম্মদ সেলিমের টুইটে৷ তিনি লিখেছেন- বুদ্ধদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অযথা দুশ্চিন্তার কারণ নেই। এদিকে বুদ্ধবাবুকে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি পরে বাইরে এসে বলেন, যখন তাঁকে আনা হয়েছিল তখন পরিস্থিতি খারাপ ছিল৷ পরে তিনি রিভাইভ করেছেন৷ রক্তের প্রয়োজন রয়েছে৷ উনি উঠে বসেছেন৷
Be the first to comment