প্রকাশ্যে সিপিআই(এম) নেতাকে গুলি করে খুন করা হলো ৷ জানা গিয়েছে, মৃতের নাম বাবুলাল বিশ্বাস, বয়স ৩৪ বছর ৷ ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানার বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দোসতিনা সর্দার পাড়ায় ৷ ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, বাবুলাল বিশ্বাস রাত আটটা নাগাদ ওই এলাকার বাপুজিনগর থেকে সর্দার পাড়ায় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকায় ৷ বাইক থামাতেই বাবুলালকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ বাবুলালের মাথায় মাথায় গুলি লাগে ৷ এদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবুলাল রাস্তায় পড়ে আছেন ৷ তড়িঘড়ি তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জেলার সিপিআই(এম) নেত্রী রমা বিশ্বাস অভিযোগ করেন, গত পঞ্চায়েত ভোটের সময় থেকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই যুবনেতা। লোকসভা ভোটেও সামনে থেকে পার্টির কাজ করেছেন বাবুলাল ৷ সেই আক্রোশেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হত্যা করেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাহেরপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Be the first to comment