চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার সকালে বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য জানান, শরীরের প্রায় যাবতীয় ভারসাম্য বজায় রয়েছে। আজ সকালে চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছেন। কাল রাত থেকে চিকিৎসকরা তরল খাবার বন্ধ করে দিয়েছেন। তিনি চিবিয়ে খাচ্ছেন খাবার। যদিও আরও কয়েকদিন চিকিৎসকরা তাঁকে হাসপাতালে রাখতে চাইছেন পর্যবেক্ষণের জন্য।
শনিবার বুদ্ধদেববাবুর বুকের এক্স-রে হয়েছে। রক্তচাপ প্রায় স্বাভাবিক। হৃদস্পন্দন, মূত্র নিঃসরণ ও অন্যান্য শারীরিক প্রক্রিয়া প্রায় স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কিছুটা কম থাকায় চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে উন্নত ধরনের ওষুধ দিচ্ছেন ৷ যাতে দ্রুত স্বাভাবিক মাত্রায় আসে সোডিয়াম এবং পটাশিয়াম। গত দু’দিন রক্ত দেওয়ার ফলে প্রায় স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা। চিকিৎসকরা জানিয়েছেন, দুটি ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ রয়েছে। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। ওষুধ যাতে ভালোভাবে কাজ করে তার জন্য নেবুলাইজার চালানো হচ্ছে।
এদিকে আজ সকালেও চিকিৎসকদের কাছে বুদ্ধবাবু জানতে চেয়েছেন, কবে তাঁকে বাড়িতে যেতে দেওয়া হবে ৷ বাড়ি ফিরতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বারবার দলীয় নেতৃত্বের কাছে জিজ্ঞাসা করছেন, কবে বাড়িতে ফিরবেন। চিকিৎসক এবং দলীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ সুস্থ হলেই তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হবে।
ক্রমশ উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার । কথা বলছেন, উঠে বসছেন, চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করার পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গে কথাও বলছেন ৷ গতকাল রাতে ভালোই ঘুমিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা তাঁর জন্য হাসপাতাল চত্বরে খবর নিতে এসেছেন এবং যাঁরা দূর থেকে খবর নিচ্ছেন ৷ চিকিৎসায় আরও দ্রুত উন্নতি হলে, বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
Be the first to comment