স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার বালিগঞ্জের বিজন সেতু বন্ধ রাখার প্রস্তাব দিলো কেএমডিএ। আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই সেতু বন্ধ রাখার জন্য কলকাতা ট্রাফিক পুলিশকে প্রস্তাব দিয়েছে তারা। দক্ষিণ কলকাতার ব্যস্ত বিজন সেতু বন্ধ রাখা হলে শহরে ব্যপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। কেএমডিএ-র এই প্রস্তাব ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এদিকে, চিংড়িঘাটা উড়ালপুল খোলা নিয়ে জটিলতা কাটল। সোমবার সকাল সাড়ে ১১টার মধ্যে এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ হবে বলে জানাল কেএমডিএ। কলকাতা ট্রাফিক পুলিশকে একথা জানিয়ে দিয়েছে তারা।
উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার চিংড়িঘাটা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯টা থেকে ৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারটি বন্ধ রাখা হবে। সেইমতো ট্রাফিক পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের কথা ঘোষণা করা হয়। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল।
এই পরিস্থিতিতে চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা নিয়ে রবিবার কেএমডিএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল ট্রাফিক পুলিশ। সেখানে উড়ালপুল বন্ধ রাখার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি ওঠে। সে সময় কেএমডিএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার সকাল সাড়ে ১১টার মধ্যে শেষ হবে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ। এরপরই উড়ালপুর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ার পর থেকে রাজ্যে একের পর এক সেতুর নিরাপত্তা খতিয়ে দেখা শুরু করেছে রাজ্য সরকার এবং কেএমডিএ। ইতিমধ্যেই শিয়ালদহের বিদ্যাপতি সেতু, যাদবপুরের কাছে জীবনানন্দ সেতু বন্ধ করে কাজ করা হয়েছে। একইভাবে অরবিন্দ সেতু বন্ধ করে মেরামতির কাজ হয়েছে। স্বাস্থ্য পরীক্ষারের পরে সোমবার সকালে চিংড়িঘাটা উড়ালপুলও ফের খুলে দেওয়া হতে পারে।
Be the first to comment