সুরাটে আছড়ে পড়বে অক্ষি, বানচাল রাহুল ও অমিতের সভা

Spread the love

মঙ্গলবার, মধ্যরাতে দক্ষিন গুজরাটের সুরাটে আছড়ে পড়বে সাইক্লোন অক্ষি। আবহাওয়া দফতর সূত্রে এমন খবরই জানানো হয়েছে। সামনেই গুজরাট ভোট। প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তার মধ্যেই অক্ষির দাপটে বানচাল হয়ে গেলো সমস্ত পরিকল্পনা। বাতিল করা হয়েছে অমিত শাহের একাধিক সভা। পোরবন্দর, রাজকোট ও আহমেদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতিমধ্যেই শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরী রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সাইক্লোন অক্ষিকে সামলাতে তড়িঘড়ি বৈঠকে বসেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। অন্যদিকে খারাপ আবহাওয়ার জন্য মোরবি, সুরেন্দ্র নগরের মতো গুজরাটের বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী সভা বাতিল করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও। ৯ ডিসেম্বর গুজরাটে নির্বাচন। হাতে সময় খুবই কম। এর মধ্যে প্রকৃতির খামখেয়ালিপনায় বিপাকে সমস্ত রাজনৈতিক দল।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় অক্ষির জেরেই  মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্র জুড়ে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মহারাষ্ট্র সরকার মঙ্গলবার সেখানকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও বারণ করা হয়েছে সাধারণ মানুষকে। পরিস্থিতির মোকাবিলা করতে একাধিক  ইমারজেন্সি নম্বর ও একটি ইমারজেন্সি সেল খোলা হয়েছে। প্রতিটি স্টেশনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*