সোমবার সকাল থেকে শারীরিক অবস্থা ভালো রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতাল সূত্রে খবর, আজ তাঁকে বাড়ি ফেরত পাঠানো হতে পারে। সকালবেলা চিকিৎসকদের তিনি জানিয়েছেন, বাড়ি যাওয়ার সময় তিনি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে চান না। সাধারণ গাড়িতেই তিনি বাড়ি ফিরতে চান। সকাল থেকে সাত সদস্যের চিকিৎসকের দল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন। সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, আজ বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা আরও বেশি সুনিশ্চিত হতে চান যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের যাবতীয় সংক্রমণ নিরাময় হয়েছে কি না। তারপরই তাঁরা সিদ্ধান্ত নেবেন কবে বাড়িতে পাঠাবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে? হাসপাতাল সূত্রে খবর, বাড়িতে ফেরার জন্য ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে একটি গাড়ি রাখা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী আজই হয়তো বাড়িতে পাঠানো হতে পারে তাঁকে। পরিবার এবং দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন চিকিৎসকরা। তাঁদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে ভালো আছেন। চিকিৎসায় তাঁর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সচেতন রয়েছেন। কথাও বলছেন। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন। তাঁর হৃদস্পন্দন, রক্তচাপ স্বাভাবিক রয়েছে। এক্স-রে তে দেখা গেছে, তাঁর ফুসফুসে নিউমোনিয়া রোগের যে সংক্রমণ ছিল অ্যান্টিবায়োটিকে তা নিরাময় হয়েছে । তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে নেবুলাইজার এবং চেস্ট ফিজিওথেরাপিতে রাখতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আরও কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে।
Be the first to comment