চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে বিক্রম; জানালো ISRO

Spread the love

চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে ল্যান্ডার বিক্রম। সোমবার একথা জানালো ISRO। পাশাপাশি তারা জানিয়েছে যে, বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রবিবার ISRO প্রধান কে শিভান জানিয়েছিলেন, চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়েছে । কিন্তু বিশেষজ্ঞদের তরফে প্রশ্ন ওঠে, বিক্রম কি অক্ষত রয়েছে ? তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হবে ? বিক্রম কি আগামীতে ঠিক ভাবে কাজ করতে পারবে ?

এই বিষয়ে ISRO-এর এক বিজ্ঞানী বলেন, চাঁদের মাটিতে যেখানে বিক্রমের নির্ধারিত অবতরণস্থান, তার কাছেই আছড়ে পড়েছে বিক্রম। তবে তা ভাঙেনি। অবশ্য বিক্রম সোজা হয়ে দাঁড়িয়ে নেই। চাঁদে অবতরণের কিছুক্ষণ আগে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ISRO-এর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই (থার্মাল ইমেজ) জানালো চাঁদের বুকেই রয়েছে বিক্রম। আগামী ১৩ দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে ISRO।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*