হাসপাতাল থেকে ছুটি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ৷ বাড়ি ফিরলেন তিনি ৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান ৷ এদিকে বাড়িতে ফিরলেও অক্সিজেন ও নেবুলাইজেশন দিতে হবে তাঁকে ৷
উল্লেখ্য, গত শুক্রবার, প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। গড়া হয় মেডিক্যাল বোর্ড। তবে, প্রথম দিন থেকেই বাড়ি ফেরার জেদ ধরেছিলেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সব রাজনৈতিক দলের নেতৃত্ব।
আপাতত স্থির হয়েছে, সিপিএমের এই নেতার সঙ্গে তাঁর বাড়িতে সব সময় থাকবেন একজন চিকিৎসক ও নার্স। তারাই মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখভাল করবেন।
Be the first to comment