আইএনএক্স মিডিয়া মামলায় অর্থিক দুর্নীতিতে অভিযুক্ত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাঁর ঠাঁই হয়েছে তিহার জেলে। এই মামলায় কেন তাঁকেই শুধু গ্রেফতার করা হলো? তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের এই নেতা। যেসব সরকারি আধিকারিক বিদেশী বিনিয়োগ আইএনএক্স গোষ্ঠীকে দিতে সুপারিশ করেছিল কেন তাদের দোষ দেখা হচ্ছে না? তা জানতে চাইলেন চিদাম্বরম। অভিযোগ, ২০০৭ সালে নিয়ম বহির্ভূতভাবে আইএনএক্স গোষ্ঠীতে বিদেশী অর্থ আনা হয়েছিলো।
পি চিদম্বরমের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে তাঁর হয়ে পরিবারের সদস্যরা এই প্রশ্ন তুলে ধরেন। সেখানে লেখা রয়েছে, আমাকে অনেকেই প্রশ্ন করছেন, যেসব অফিসারেরা এই লেনদেনের ছাড়পত্র দিতে আপনাকে সুপারিশ করল তাদের গ্রেফতার করা হয়নি। তাহলে আপনাকে কেন গ্রেফতার করা হল? শেষ সাক্ষরটা যেহেতু আপনার রয়েছে তাই? আমার কাছে এর কোনও উত্তর নেই। এরপরই টুইটারে লেখা হয়েছে, কোনও অফিসারই কিছু ভুল করেননি। আমি চাই না কাউকে গ্রেফতার করা হোক।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত ২১ অগাস্ট চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। দিল্লির বিশেষ আদালত তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচাপবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গত ২১ অগাস্ট এক নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ১৫ দিন সিবিআই হেফাজতে ছিলেন পি চিদাম্বরম। এরপর সুপ্রিম কোর্টের কাছে তাঁর আইনজীবী কপিল সিব্বল অনুরোধ করেন, তিহার জেলে না পাঠিয়ে চিদম্বরমকে যেন গৃহবন্দি করে রাখা হয়। যদিও সেই আবেদন মান্যতা পায়নি। আদালতের নির্দেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতার ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।
Be the first to comment