বাজে রেফারিংয়ের অভিযোগে উত্তপ্ত হল ইস্টবেঙ্গল মাঠ ৷ মাঠে পড়ল জলের বোতল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷ জখম হন চার লাল-হলুদ সমর্থক ৷ তাঁদের মধ্যে মহিলাও রয়েছেন ৷
সোমবার কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে পিয়ারলেসের সঙ্গে খেলা ছিল ইস্টবেঙ্গলের ৷ পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করেন ইস্টবেঙ্গল প্রাক্তনী ক্রোমা ৷ পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয় লাল-হলুদ শিবিরে ৷ দর্শকদের দাবি, ওটা পেনাল্টি ছিল না ৷ ইতিমধ্যে ম্যাচের শেষ লগ্নে একাধিকবার খেলা বন্ধ করছিলেন রেফারি ৷ তখন মাঠে বোতল ছোড়েন ইস্টবেঙ্গল সমর্থকরা ৷
ম্যাচ শেষের পর রেফারির দিকে তেড়ে যান ডিকা, কোলাডো ৷ আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ শুরু হয় অশান্তি ৷ দর্শকরা ফের বোতল ছুড়তে থাকেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷ লাঠিচার্জের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হতে চলেছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ৷
Be the first to comment