মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি চালানোর পাশাপাশি বোমা ছোড়ার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার জেরে জখম হয়েছে দুই তৃণমূল কর্মী ৷ তাদের নাম বিনোদ সিং ও দীপক বোস ৷ তারা যশোর রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
জানা গিয়েছে, সোমবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে এলাকার দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের যুব সম্পাদক বিনোদ সিং ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি করে ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক ৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর , বিনোদ সিংয়ের নামে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। মধ্যমগ্রাম জোড়া খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল তার । বিনোদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী রাখাল নন্দীর দীর্ঘদিনের বিরোধ। সম্প্রতি, রাখাল জেল থেকে ছাড়া পেয়েছে। ঘটনার পিছনে রাখাল ও তার দলবলের কোনও যোগও রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
Be the first to comment