জগদ্দলের কলাবাগানের এক নম্বর লাইন এলাকায় গুলিবিদ্ধ হলেন দু’জন ৷ বীরেন্দ্র মণ্ডল ও মমতাজ বেগম নামে ওই দু’জন কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বীরেন্দ্র মণ্ডল নিজের বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় তাঁর ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। এসেই গালিগালাজের পাশাপাশি তাঁকে মারধর করতে থাকে তারা। দুই রাউন্ড গুলিও চালায়। আর তাতেই জখম হন বীরেন্দ্র মণ্ডল ৷ জখম হন পাশে দাঁড়িয়ে থাকা মমতাজ বেগমও। তাঁদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তবে কেন এই হামলা? জানা গিয়েছে, আহত বীরেন্দ্র মণ্ডলের ভাই বিনয় মণ্ডল এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। আর সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে ।
Be the first to comment