খারাপ প্রভাব ফেলে এমন বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য

Spread the love

খারাপ প্রভাব ফেলে এধরনের বিজ্ঞাপন বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এধরনের বিজ্ঞাপন কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। উল্লেখ্য, শহরের বেআইনি ও দৃশ্য দূষণ করে এমন বিজ্ঞাপন বন্ধ করতে আগেই ব্যবস্থা নিতে শুরু করেছিল কলকাতা পৌরনিগম। ফলও মিলেছিল হাতেনাতে। বন্ধ হয়ে গিয়েছিল একাধিক বিজ্ঞাপন। এবার সাধারণ মানুষের উপর কুপ্রভাব পড়ে এমন বিজ্ঞাপন বন্ধ করতে পথে নামছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর।

সোমবার মন্ত্রী সাধন পান্ডে বলেন, যে বিজ্ঞাপন মানুষকে আতঙ্কিত করে, অসুবিধায় ফেলে বা বিপথে চালিত করে সেই ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। টেলিভিশন চ্যানেলগুলি যাতে ঠিকঠাক চলে তাই এতদিন অনেক বিজ্ঞাপন নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু, এবার নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*