বিজেপির যুব মোর্চার সিইএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে কলকাতার সেন্ট্রাল এভিনিউ রণক্ষেত্রের চেহারা নিল ৷ এই অভিযানকে আটকাতে পুলিশ ব্যারিকেড তৈরি করে ৷ আর সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা।বুধবার পুলিশ তাঁদের বাধা দিতে শুরু করে ৷ শুরু হয় জল কামান নিয়ে প্রতিরোধ ৷ পরে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য় করে ইঁটবৃষ্টি করে বিজেপির যুব মোর্চার কর্মীরা ৷ এক বিজেপি কর্মী আহত হন এই সংঘর্ষে ৷ সবাইকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় ৷
এদিকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশের ভ্য়ানে তোলা হয় ৷ উপস্থিত বিজেপি নেতারা জানান এভাবে কোনও আন্দোলন আটকানো যাবে না ৷ আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি ৷ গণতান্ত্রিক পরিস্থিতি নেই রাজ্য়ে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় পুলিশ প্রশাসনকে ব্য়বহার করে অত্য়াচার চালাচ্ছে ৷ এদিকে বিজেপির দাবি প্রায় ৫০ জন কর্মী আহত হয়েছেন ৷ শান্তিপূর্ণ মিছিলে অহেতুক জলকামান ছোঁড়ে পুলিশ ৷ তাদের এক কর্মী সমর্থকের মাথা ফেটে গিয়েছে ৷ বিজেপি কর্মীরা আপাতত বসে রয়েছেন সেন্ট্রাল এভিনিউতে ৷
Be the first to comment