গৃহবন্দী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে নারা লোকেশ

Spread the love

গৃহবন্দী করা হলো অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে নারা লোকেশকে। বুধবার তাঁদের গৃহবন্দি করা হয়েছে। এদিন থেকেই গুন্টুরে ‘চলো আত্মাকুর’ ব়্যালি শুরুর কথা ছিলো। কিন্তু তার আগেই গৃহবন্দি করা হয় টিডিপির এই দুই নেতাকে। অন্ধ্রের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস কর্মীদের আক্রমণে শত শত টিডিপি কর্মী গ্রাম ছাড়া হয়েছেন। তারই প্রতিবাদে এই ব়্যালি হওয়ার কথা রয়েছে।

এদিনের কর্মসূচি ঘিরে শুরু থেকেই উত্তেজনা ছিল। দলীয় প্রধানের বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কর্মী, সমর্থক। ছিল বিশাল সংখ্যক পুলিশ। একসময় পুলিশের সঙ্গে টিডিপি কর্মীদের হাতিহাতি শুরু হয়ে যায়। পরিস্থিত চরমে পৌঁছানোর আগেই আন্দোলকারীদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার থেকেই গুন্টুরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। টিডিপির ডাকে অন্ধ্রে চলছে ১২ ঘন্টার বনধ। জানা গিয়েছে, টিডিপির মিছিলের অনুমতি ছিল না। এমনটাই দাবি রাজ্য প্রশাসনের।

রাজ্যে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জগমোহন রেড্ডি সরকারের তরফে। রাজ্যের স্বারাষ্ট্র মন্ত্রী এম সুচরিতা বলেছেন, অন্ধ্রপ্রদেশের আইন-শৃঙ্খলা বিপন্ন করা হলে দোষী যেকোনও ব্যক্তির বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*