দিল্লি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করলেন আইএনএক্স মিডিয়া মামলায় ধৃত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বিশেষ আদালত চিদাম্বরমকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। সেই রায়কে বুধবার দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানান পি চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল।
উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ধৃত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। গত ২১ অগাস্ট তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর গ্রেফতারিকে কেন্দ্রীয় শাসক দল বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন চিদম্বরম। এর আগে আদালত থেকে বের হওয়ার সময় দেশের মন্দা অর্থনীতিকে কটাক্ষ করেছিলেন তিনি। জানতে চান, দেশের অর্থনীতিকে মন্দা থেকে বের করে আনতে সরকারি পদক্ষেপের কথা।
আইএনএক্স মিডিয়া মামলায় অর্থিক দুর্নীতিতে অভিযুক্ত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাঁর ঠাঁই হয়েছে তিহার জেলে। এই মামলায় কেন তাঁকেই শুধু গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের এই নেতা। যেসব সরকারি আধিকারিক বিদেশী বিনিয়োগ আইএনএক্স গোষ্ঠীকে দিতে সুপারিশ করেছিল কেন তাদের দোষ দেখা হচ্ছে না? তা জানতে চান চিদম্বরম। বিচার প্রক্রিয়াতেও বিত্তবান ও দুস্থদের ফারাকের কথা তুলে ধরেন পি চিদম্বরম। তাঁর কথায়, বিচার চেয়ে কম আর্থবানদের লড়াই আমাকে মুগ্ধ করছে।
প্রসঙ্গত, গত ২১ অগাস্ট এক নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। ১৫ দিন সিবিআই হেফাজতে ছিলেন পি চিদাম্বরম। এরপর, সুপ্রিম কোর্টের কাছে তাঁর আইনজীবী কপিল সিব্বলের তরফে অনুরোধ করা ছিল, তিহার জেলে না পাঠিয়ে চিদাম্বরমকে যেন গৃহবন্দি করে রাখা হয়। যদিও সেই আবেদন মান্যতা পায়নি। আদালতের নির্দেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতার ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।
Be the first to comment