তিনি কি সত্যি সত্যিই বিজেপিতে যোগ দেবেন? এই জল্পনার মাঝেই বুধবার বিধানসভায় এলেন দেবশ্রী রায়। যোগ দিলেন তথ্য ও সংস্কৃতির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। এদিন বেশ কিছুক্ষণ দলের মহিলা বিধায়কদের ঘরে এসে কথাও বলেন তৃণমূল বিধায়ক। কিন্তু, সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিয়েই চলে যান তিনি।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ১৪ অগাস্ট। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই দিল্লির দলের কার্যালয়ে হাজির হয়েছিলেন দেবশ্রী রায়। মুহূর্তের মধ্যে রটে জল্পনা শুরু হয় রায়দিঘির বিধায়ক কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন? তাঁর যোগদানে না কি বাধ সাধেন শোভন-বৈশাখী। এরপর দিলীপ ঘোষের বাড়িতেও যান দেবশ্রী রায়।
এপ্রসঙ্গে দিলীপবাবু বলেছিলেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কথাতেই তিনি রায়দিঘির বিধায়কের সঙ্গে দেখা করেছিলেন। এদিকে, এই বিতর্কের মাঝে বিধানসভাতে একদিনও দেখা যায়নি দেবশ্রীকে। তবে আজ কার্যত সবাইকে চমকে দিয়ে বিধানসভায় আসেন দেবশ্রী রায়। তথ্য ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন। সবশেষে হন্তদন্ত হয়ে বেড়িয়ে যান তিনি।
Be the first to comment