দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ তবে ভারি বৃষ্টি নয়। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা ও শহরতলিতে।উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি। নিম্নচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপটি জামসেদপুর দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গে উপকূলেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে। আগামী তিন-চারদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় বৃষ্টি।
আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। তবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই ৷ স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায় ৷ এছাড়াও, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল২৭.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে।
Be the first to comment