বৃহস্পতিবার NRC-এর বিরোধিতায় পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে যোগ দেন। পরে পাঁচমাথার মোড়ে একটি মঞ্চে বক্তব্য রাখেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে যারা হিংসা করেন, তাঁরা জেনে রাখুন বাংলা কখনই মাথা নত করবে না। বাংলার সংস্কৃতি মানে দেশের সংস্কৃতি। আরেকটা বঙ্গভঙ্গের চেষ্টা করবেন না। আগুন নিয়ে খেলবেন না। আরেকবার দেশভাগের চেষ্টা করবেন না।
বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, অসমে NRC করে ১৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ লাখ মানুষ হিন্দু। বাংলায় একটা লোকের গায়ে হাত দিয়ে দেখো। বাংলার মানুষের মুখ বন্ধ করা এত সহজ নয়। আমাকে ধর্ম শেখাচ্ছ? অনেক গুন্ডা দেখেছি। অনেক ডান্ডা দেখেছি।
পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে দেশভাগের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, শিশু কাচের গ্লাস ভাঙলে তাকে বকাঝকা করা যায় কিন্তু, বুড়োখোকা দেশ ভাঙলে তাকে আন্দোলনের মাধ্যমে জবাব দিতে হবে।
শুনুন এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Be the first to comment