দু’কোটি তো পরের কথা, আগে বাংলার দুজন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

এনআরসি-র প্রতিবাদে আজ শ্যামবাজারের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি-র প্রতিবাদে আজ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সভা করেন তিনি।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এনআরসি হবে না। বাংলা কখনও মাথা নত করবে না।” এরপরই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলায় ২ কোটি তো দূরের কথা, আগে ২ জনের গায়ে হাত দিয়ে দেখাও।”

তিনি আরোও বলেন, “এই লড়াই অস্বিত্ব রক্ষার লড়াই। কেন স্বাধীন নাগরিক পরাধীন হবে? আরেকবার ভারত ভাগের চেষ্টা করবেন না। তা মেনে নেবে না বাংলা।” তিনি বলেন, “আমি বেঁচে থাকতে এনআরসি চালু করতে পারবেন না। আর আমি আমার আগামী চার প্রজন্মও এমন তৈরি করে যাচ্ছি, যে তখনও কেউ এনআরসি চালু করতে পারবে না।”

কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ও অসম প্রসঙ্গে তিনি এদিন বলেন, “পুলিশ দিয়ে অসমকে চুপ করালেও বাংলা কিন্তু থেমে থাকবে না। আগুন নিয়ে খেলবেন না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*