বাম যুব ও ছাত্র সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে উত্তপ্ত হলো হাওড়ার বঙ্গবাসী মোড়

Spread the love

বাম যুব ও ছাত্র সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে উত্তপ্ত হল হাওড়ার বঙ্গবাসী মোড় ৷ আজ মল্লিকফটকের কাছে মিছিল আটকায় পুলিশ ৷ প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও পিছু হটতে রাজি হননি আন্দোলনকারীরা ৷ পরে মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় ৷ এদিন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে বাম ছাত্র যুব কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, জলকামানও ব্যবহার করে পুলিশ। লাঠির ঘায়ে কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছেন বলে খবর। কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন বাম কর্মীকে আটক করেছে পুলিশ।

কম খরচে পড়াশোনা, কর্মসংস্থান, সবার জন্য কাজ, বেকার ভাতার দাবিতে গতকাল সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দেয় SFI ও DYFI ৷ প্রথম দিনে সিঙ্গুর থেকে ডানকুনি পর্যন্ত এসেছিল মিছিল ৷ এরপর শুক্রবার সকাল থেকেই হাওড়া স্টেশনে হাওড়ার রেল মিউজিয়ামে জমায়েত শুরু হয় ৷

তবে পুলিশ আগেভাগেই জানিয়েছিলো, পুলিশ কমিশনারের বাংলোর কাছে মিছিলটি আটকে দেওয়া হবে ৷ যে কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা রুখতে পর্যাপ্ত সংখ্যক RAF ও লাঠিধারী পুলিশ মোতায়েন করা হয় ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও তৈরি করা হয় ৷ তৈরি রাখা হয় জল কামানও ৷ তবে ফোরশোর রোডের পরিবর্তে জিটি রোড দিয়ে মিছিলের দাবি জানিয়েছে বামপন্থী সংগঠনগুলি ৷

দেখুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*