জানা গিয়েছিলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে অবস্থান বিক্ষোভ। বুধবার সকাল থেকে SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন সরকারি নার্সরা। অবশেষে, স্বাস্থ্য ভবনের আশ্বাসে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ অবস্থান বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তাঁরা।
উল্লেখ্য, বেতন বৈষম্য দূর এবং চাকরি সংক্রান্ত কিছু সমস্যার সমাধানের দাবিতে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছিল নার্সদের সংগঠন ‘নার্সেস ইউনিটি’। এ সব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফে তাদের সঙ্গে কথা বলতে হবে, এমন দাবিও ছিল নার্সদের এই সংগঠনের । স্বাস্থ্য ভবনের তরফে বৃহস্পতিবার এই সংগঠনের কাছে খবর আসে, দাবির বিষয়ে কথা বলবেন স্বাস্থ্য ভবনের সংশ্লিষ্ট আধিকারিকরা। যার জেরে ‘নার্সেস ইউনিটি’র প্রতিনিধিরা বৃহস্পতিবার রাত আটটা নাগাদ যান স্বাস্থ্য ভবনে। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাঁদের কথা হয়। এর পর রাত ১০টা নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয় SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভের কর্মসূচি ।
নার্সেস ইউনিটের সহ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের কর্তারা কথা বলবেন বলে খবর আসে। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের দাবিগুলি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই জন্য আমরা লাগাতার অবস্থান-বিক্ষোভের এই কর্মসূচি প্রত্যাহার করলাম। একই সঙ্গে তিনি বলেন, আমাদের আন্দোলন চলছে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা। বেতন বৈষম্যের বিষয়টি দূর করার দাবিতে গত মাসে একটি মিছিলেরও আয়োজন করেছিলো নার্সদের এই সংগঠন । এনআরএস, মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে স্মারকলিপি পেশ করার কথা ছিল। অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যে কারণে মিছিল হয়নি। এই অভিযোগকে কেন্দ্র করে সে দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এনআরএস-এর জরুরি বিভাগের কাছে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা।
Be the first to comment