নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য়ের মন্তব্য ঘিরে রীতিমতো হাসির রোল উঠলো সোশাল মিডিয়ায় ৷ রেলমন্ত্রী পীযূষ গয়ালের মন্তব্য মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক আইনস্টাইন ৷ কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যের পরেই তা নিয়ে শুরু হয় ট্রোল ৷ কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সহ বিরোধীরা ৷ তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরির পর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমার মন্তব্যের ভুল ও সম্পূর্ণ ভিত্তিহীন ব্যাখ্যা করা হয়েছে ৷
প্রসঙ্গত, বুধবার দিল্লিতে বোর্ড অফ ট্রেডের এক অনুষ্ঠানে গয়াল এক প্রশ্নের উত্তরে বলেন, আপনারা সবাই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা বলছেন ৷ এর জন্য বছরে আর্থিক বৃদ্ধির হার হওয়া দরকার ১২ শতাংশ ৷ কিন্তু এখন পরিমাণটা ৬ শতাংশ ৷ এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, এমন অঙ্কের হিসাবে সব কিছু হয় না ৷ যেমন, অঙ্কের হিসাব মিলিয়ে আইনস্টাইন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রীর আইনস্টাইন সংক্রান্ত এই তথ্য ঘিরেই শুরু হয় হাসির রোল ৷ মুহূর্তে টুইটার-ফেসবুকে ছড়িয়ে যায় বিষয়টি ৷ শুরু হয় ট্রোল ৷
এই নিয়ে হইচই শুরুর পর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তিনি বলেন, একটি নির্দিষ্ট কারনে আমি ওই মন্তব্য করেছিলাম ৷ দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন বন্ধু সেই প্রেক্ষিতটা বাদ দিয়েছেন ৷ আর একটি লাইন তুলে মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷
Be the first to comment