মাসানুর রহমান,
বায়ুদূষণ প্রতিরোধের জন্য এবার রাজ্যের সমস্ত পুর এলাকায় এলইডি লাগানোর কাজ শুরু করলো রাজ্য সরকার। ‘শুভান্ন’-তে এক কর্মসূচীতে একসঙ্গে প্রায় ৬০ হাজার স্মার্ট এলইডি স্ট্রীটলাইট উৎসর্গ করে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজ্যের অনান্য পুরসভা, কর্পোরেশন ও উন্নয়ন পর্যদেও নয়া পরিকল্পনা কার্যকরের চেষ্টা হচ্ছে বলে জানানো হয়েছে। রাজ্যের গ্রীন মিশনের অঙ্গ হিসাবে এই প্রকল্পের আলোগুলি লাগানো হবে বাঁকুড়া, বেলভাঙা, বজবজ ও খড়দা পুরসভায়। প্রায় ৬০ হাজার স্ট্রীটলাইট ৮৫ হাজার মেট্রিক টন কার্বন নিঃসরণ কমাবে। এর ফলে ১২.২ মিলিয়ন বিদ্যুতের ইউনিটের খরচ কমবে।
Be the first to comment