এখনও খোঁজ নেই রাজীব কুমারের । সিবিআই সূত্রে এই খবর পাওয়া গেছে । গতকাল থেকে প্রকাশ্যেও আসেননি তিনি । তবে কি তিনি ফেরার? সিবিআই আধিকারিকরা তাঁর সম্পর্কে খোঁজখবর রাখছে বলে খবর । নজর রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দরেও ।
উল্লেখ্য, গতকাল রাজীব কুমারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ফলে আর সুরক্ষাকবচ নেই তাঁর ৷ তাঁকে সিবিআই-এর সঙ্গে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে উপযুক্ত কারণ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট ৷ বিচারপতি মধুমতী মিত্রর মন্তব্য, এই মুহূর্তে তাঁকে সুরক্ষা দেওয়া মানে তদন্ত বিঘ্নিত হতে পারে ।
সেই রায় ঘোষণার পর কিছুক্ষণ পরই ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাসভবনে নোটিশ দিয়ে আসে সিবিআই। অবশ্য তখন তিনি বাড়িতে ছিলেন না । নোটিশে আজ সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে হাজির হতে বলা হয়েছে । শিলংয়ে যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সে বিষয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । আর হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ায় তথ্য গোপন করতে চাইলে ১২০B ধারায় তাঁকে গ্রেপ্তার করতে পারে সিবিআই ।
এদিকে রাজীব কুমারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন রাজীব কুমার । সেই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তিনি ।
Be the first to comment