যুদ্ধ না চাইলে POK হস্তান্তর করুক পাকিস্তানঃ রামদাস আথাওয়ালে

Spread the love

অমিত শাহ, রাজনাথ সিংয়ের পর এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে ৷ শনিবার তিনি বলেন, যদি পাকিস্তান নিজের ভালো চায়, যুদ্ধ না চায়, যদি ইমরান খান পাকিস্তানের স্বার্থের কথা ভাবেন, তাহলে তাঁর উচিত পাক অধিকৃত কাশ্মীর আমাদের তুলে দেওয়া ৷

উল্লেখ্য, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে চণ্ডীগড়ে গেছেন রামদাস। সেখানে তিনি আজ বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে সম্প্রতি একাধিক রিপোর্ট সামনে এসেছে ৷ রিপোর্ট বলছে, সেখানকার মানুষ সুখে নেই ৷ তারা পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় ৷ ৭০ বছর ধরে আমাদের কাশ্মীরের এক তৃতীয়াংশ দখল করে রেখেছে পাকিস্তান ৷ এটা অত্যন্ত গুরুতর বিষয় ৷

রামদাস দাবি করেন, ৩৭০ ও ৩৫A ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ ৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীরে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাবে সেখানকার মানুষ ৷ কাশ্মীর ইস্যু নিয়ে অনর্থক শোরগোল করছে পাকিস্তান ৷ আন্তর্জাতিক স্তরে ইসলামাবাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রামদাস বলেন, যদি ওরা আমাদের হাতে পাক অধিকৃত কাশ্মীর তুলে দেয়, তাহলে আমরা সেখানে শিল্প গড়ে তুলব ৷ পাকিস্তানকে বাণিজ্যে সাহায্য করব ৷ দারিদ্রর বিরুদ্ধে লড়াই ও কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নেব ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*