৩৭০ প্রত্যাহার মামলায় কেন্দ্র ও রাজ্যকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর তার বিরোধিতা করে ও রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা হয়েছে। আজ সেই মামলাগুলির শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৩০ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে সরকারকে। হলফনামা জমা পরার পর মামলাগুলির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি। অনুরাধার অভিযোগ, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার। এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। অনুরাধার হয়ে সওয়াল করতে গিয়ে আজ তাঁর আইনজীবী ব্রিন্দা গ্রোভার বলেন, উপত্যকায় (জম্মু ও কাশ্মীরে) একটি মিডিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে সাংবাদিকদের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। এর সাহায্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন TV চ্যানেল ও সংবাদপত্রের কাজ চলছে। তবে আমার মক্কেলের সংবাদপত্রটি বন্ধ রয়েছে।

শুনানিতে সরকার পক্ষের হয়ে সওয়াল করার সময় অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল আদালতকে জানান, মিডিয়ার কাজ করার জন্য জম্মু ও কাশ্মীরে সমস্ত বন্দোবস্ত করেছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*