হিন্দি ভাষা ইস্যুতে এবার অমিত শাহকে আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, বহু ভাষা ও বহু ধর্মের মিলনক্ষেত্র বাংলা। ভাষা ও ধর্ম নিয়ে এক লড়াই চালাচ্ছে বিজেপি। হিন্দি ভাষার পক্ষে সওয়াল করে রীতিমতো বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি তিনি বলেছিলেন, বিশ্বের দরবারে ভারতের একটি বিশেষ পরিচয় প্রতিষ্ঠার জন্য গোটা দেশের কাছে একটি ভাষা থাকা আবশ্যক। দেশকে ঐক্যের বন্ধনে যে ভাষাটি আবদ্ধ করতে সক্ষম সেটি হল হিন্দি ভাষা। দেশবাসীকে আহ্বান করছি আপনারা প্রত্যেকেই মাতৃভাষায় কথা বলুন। কিন্তু তার সঙ্গে হিন্দি ভাষা ব্যবহার করতে থাকুন।
বিজেপির সর্বভারতীয় সভাপতির এই বক্তব্যে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। শুরু হয় বিতর্কও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন। উল্লেখ্য, রবিবার কলকাতার কাশীপুরে একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই হিন্দি ভাষা বিতর্কে হিন্দিতেই মুখ খোলেন তিনি। ফিরহাদ বললেন, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। বিবিধের মাঝে দেখ মিলন মহান। বহু জাতি, বহু ভাষার মিলনক্ষেত্র হল বাংলা ও ভারত।
Be the first to comment